Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকে ডলারের কোনো সংকট নেই: বাণিজ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ঢাকা: ব্যাংকে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত বছর বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। পাশাপাশি রফতানি প্রায় ১৭ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাংকগুলোতে ডলারের সংকট সম্পর্কে যে তথ্য শোনা যাচ্ছে, তা সঠিক নয়। ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই।’

তিনি বলেন, ‘আগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল। আমরা তা করেছি। সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি।’

ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে জানিয়ে বশিরউদ্দীন বলেন, ‘শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক নয়, আমরা ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই।’

আলুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আলুর দাম ৫০ টাকার নিচে, যদিও কিছুদিন আগে দাম অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছিল। তবে দাম এখন সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আরও কমবে।’

তিনি বলেন, ‘বছরের শেষে সরকারি পর্যায়ে কিছু আলু মজুত করা হবে। প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করে মজুত করা হবে। গত বছর আলুর মূল্য বাড়ায় চাষিদের মধ্যে চাষের আগ্রহ বেড়েছে এবং এ বছর আলু ও পেঁয়াজের দাম সহনীয় থাকবে ‘

বাজারে চালের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নিজস্ব মজুতেও ঘাটতি নেই। স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। আমরা আমনের ভরা মৌসুম পার করছি। ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আশা করি কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমপি

ডলার বাণিজ্য উপদেষ্টা রেমিট্যান্স শেখ বশিরউদ্দীন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর