Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫৫ কোটি টাকায় ১৫ হাজার টন চিনি ও মসুর ডাল কিনবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬

ঢাকা : নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সরবরাহের লক্ষ্যে অভ্যন্তরীণ বাজার থেকে দুটি পৃথক প্রস্তাবে ১৫ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল রয়েছে । এতে সরকারের মোট ব্যয় হবে ১৫৫ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য কেনা হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বরসরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডসালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা যায়স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়পদ্ধতিতে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৫ হাজার টন চিনি কেনার প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৮ টাকা ৪৩ পয়সা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-্এর মাধ্যমে ভর্তুকি মূল্যে এই চিনি বিক্রি করা হবে।

এছাড়া সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়পদ্ধতিতে চট্টগ্রামের মেসার্স পায়েল ট্রেডার্স থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি ৬৯ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৬ টাকা ৬৯ পয়সা। এই মসুর ডাল টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

সারাবাংলা/জিএস/আরএস

চিনি-ডাল ক্রয় টিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর