Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এখন গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে নিউজ তুলতে-নামাতে বলা হয় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:০০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২২:৫৮

ঢাকা: গণমাধ্যমের ওপর কোনো ধরনের আক্রমণ অন্তর্বর্তীকালীন সরকার সহ্য করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আসার পর পত্রিকা, টেলিভিশন বা কোনো নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি। গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোনও করা হয়নি কোনো সংবাদের বিষয়ে যে এই সংবাদটা নামান বা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, এ রকম কিছু বলা হয়নি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে এ রকম (কোনো খবর ছাপাতে বা মুখে দিতে বলা) চর্চা ছিল। কিন্তু আমাদের তরফ থেকে এমন কিছু বলা হয়নি। আমরা যদি মনে করি কোনো নিউজ ভুল হয়েছে, তবে আমরা বিনয়ের সঙ্গে নম্রভাবে বলেছি— নিউজটা ভুল, আপনারা একটু দেখেন।

শফিকুল আলম বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। তিনি বলেন, আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট যাবে না কিংবা এটা কেন গেল।

সারাবাংলা/জিএস/এসআর

গোয়েন্দা সংস্থা নিউজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদপত্র সংবাদপত্রের স্বাধীনতা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর