বর্ষবরণের আনন্দ, তিমির বিনাশের প্রত্যয় | ছবি
১৪ এপ্রিল ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৫:১২
নতুন বঙ্গাব্দ ১৪৩১। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন। সারা দেশই সে বঙ্গাব্দকে বরণের উৎসবে মেতেছে। রাজধানী ঢাকার কথা বলাই বাহুল্য। রমনার বটমূলে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হওয়া ছায়ানটের বর্ষবরণের আয়োজন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় মঙ্গল শোভাযাত্রা— পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে সামিল রাজধানীবাসী। মেয়েদে শাড়ি কিংবা ছেলেদের পাঞ্জাবি— সব খানেই সাদা-লালেরই প্রাধান্য। শিশু থেকে বৃদ্ধ— বাঙালির একান্ত আপন এই উৎসবে পিছিয়ে নেই কেউই।
রাজধানীর রমনা ও ঢাবির চারুকলা ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- রমনার বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা।
- বর্ষবরণের আয়োজনে সামিল হতে উপস্থিত পরিবারের সবাই।
- পরিবারের সবচেয়ে ছোট সদস্যটিও বৈশাখের আনন্দে যোগ দিতে হাজির।
- ওদিকে ঢাবির চারুকলা থেকে তখন বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
- বরাবরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রায় ছিল নানা ধরনের লোকজ মোটিফ।
- মঙ্গল শোভাযাত্রায় ছিল হাতি।
- পাখিসহ নানা ধরনের দেশীয় অনুষঙ্গও ছিল এ শোভাযাত্রায়।
- বর্ষবরণের নিয়মিত এ আয়োজনে নেমেছিল মানুষের ঢল।
- বছরকে বরণ করে নিতে সবার পরনে ছিল লাল-সাদাকে প্রাধান্য দিয়ে পরা পোশাক।
- মঙ্গল শোভাযাত্রার এ বছরের প্রতিপাদ্য কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে— ‘আমরা তো তিমির বিনাশী’।
- ওদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলছিল বৈশাখি মেলা।
- রমনা, চারুকলা হয়ে সে মেলাতেও যোগ দিয়েছেন অনেকেই।
- মেলায় ছিল নাগরদোলাসহ নানা আয়োজন।
- চুড়ি-ফিতার দোকানেও ভিড় জমিয়েছেন অনেকেই।
- নাগরদোলায় যেন ফিরে এসেছিল শৈশব।
চারুকলা ছায়ানটের অনুষ্ঠান ঢাবি চারুকলা পহেলা বৈশাখ বঙ্গাব্দ বরণ বর্ষবরণ বৈশাখি মেলা মঙ্গল শোভাযাত্রা রমনার বটমূল