মাওয়া-জাজিরার দূরত্ব ঘোচানোর ঐতিহাসিক মুহূর্ত [ছবি]
১১ ডিসেম্বর ২০২০ ২৩:৫৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১০:১৭
প্রমত্ত পদ্মার বুকে তৈরি হচ্ছে স্বপ্নের সেতু। প্রথম স্প্যান বসার পর পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর। এরপর একে একে বসেছে আরও ৩৯টি স্প্যান। মাওয়া আর জাজিরা প্রান্তের দূরত্ব ঘুচিয়ে দিতে কেবল বাকি ছিল শেষ স্প্যানটি বসানোর কাজ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসে গেলে সেতুর শেষ স্প্যানটি। গণমাধ্যম আর সামাজিক মাধ্যমের কল্যাণে সারাদেশের সব মানুষের চোখ তখন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এদিকে, সকাল থেকেই অগ্রহায়ণের শেষ ভাগের ঘন কুয়াশা। ধীরে ধীরে উঠছিল সূর্য, কাটছিল কুয়াশার চাদর। ধীরে ধীরে সেই শেষ স্প্যানটিও এগিয়ে যেতে থাকল পিলারের কাছে। ঘড়ির কাঁটায় তখন ঠিক ১২টা ২ মিনিট। সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৪১ নম্বর স্প্যানটি সেতুর ওপর স্থাপনের কাজ শেষ হলো। মাওয়া-জাজিরা তখন মিলেমিলে একাকার। এবার রোড বার রেল স্ল্যাব বসলেই দেশের দক্ষিণাঞ্চল সড়ক পথে যুক্ত হয়ে যাবে রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে।
সেই স্বপ্নের পদ্মাসেতুর শেষ স্প্যানটি বসানোর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান