Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাম প্রত্যাহার করেও সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী বাদল!


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০২:২০

ঢাকা: বাফুফে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও ব্যালট প্রদান করেছে নির্বাচন কমিশন। সদস্য পদে দু’জন নির্ধারিত সময়ে নাম প্রত্যাহার করায় ২১ পদের বিপরীতে লড়বেন ৪৭ জন প্রার্থী। তবে চমক হলো নাম প্রত্যাহার করেও নির্বাচনী ব্যালটে সভাপতি পদে প্রার্থীর তালিকায় নাম থাকছে বাদল রায়ের।

অর্থাৎ সভাপতিপদে কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিকের সঙ্গে দাপ্তরিকভাষায় বৈধভাবে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাদল রায়।

বিজ্ঞাপন

গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে সভাপতি পদে নিজের নাম প্রত্যাহার করে নেন বাদল রায়। প্রতিনিধি হিসেবে তার সহধর্মিনী মাধুরী রায় প্রত্যাহারের চিঠি জমা দেন বাফুফে ভবনে। তবে ততখনে প্রত্যাহারপত্র জমা দেয়ার শেষ সময় শেষ হয়ে যায়।

আর তাতেই প্রশ্ন উঠে তাহলে নাম প্রত্যাহার করেও তাহলে বিলিম্বিত এই প্রত্যাহারপত্র গ্রহণ করবে কি নির্বাচন কমিশন?

সেই প্রশ্নটা আজ রবিবার বাফুফে ভবনে খোলাসা করলেন নির্বাচন কমিশন।

প্রধান কমিশনার মেজবাহ উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘ফিফার যে নীতিমালা তাতে উল্লেখ আছে ‘স্ট্রিকলি অ্যানফোর্চিং দ্য ইলেক্টোরাল কোড’। আমাকে নির্বাচনের বিধিমালা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। বিধিমালা অনুযায়ী বাদল রায়ের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। তাই ব্যালটে তার নাম থাকবে। দাপ্তরিকভাবে ওনার নাম বাদ দেয়া সম্ভব হয়নি। দাপ্তরিক প্রক্রিয়ায় উনি বৈধ প্রার্থী। এখন কংগ্রেস সিদ্ধান্ত নিবে তার ভোট আমল হবে কি হবে না।’

আজ ব্যালট প্রদান ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে সময় উপস্থিত ছিলেন কমিশনের প্রধান কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন, কমিশনার মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেইন সাজু।

বিজ্ঞাপন

৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম), নির্বাচন (দুপুর ২টা থেকে বেলা ৬টা) ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।

১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

টপ নিউজ নির্বাচন কমিশন প্রত্যাহার বাদল রায় বাফুফে নির্বাচনৎ শফিকুল ইসলাম মানিক সভাপতি পদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর