Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিরনিদ্রায় শায়িত শাহরিয়ার কবিরের স্ত্রী ফাতেমা কবির


১৬ জানুয়ারি ২০২০ ০৩:৫৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ০৪:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ফাতেমা কবির। বুধবার (১৫ জানুয়ারি) বাদ জোহর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, মহাখালী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। দাফন শেষে বুদ্ধিজীবী কবরস্থানে ফাতেমা কবিরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সূচনা থেকে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলনে যুক্ত ছিলেন ফাতেমা কবির। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফাতেমা কবির। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভুগছিলেন।