Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামির মাথায় আইএসের টুপি! কিভাবে এলো?


২৭ নভেম্বর ২০১৯ ১৩:১৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৪:৪৩

ঢাকা: হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার পর আসামিদের প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এসময়ে একজন আসামির মাথায় ইসলামিক স্টেট (আইএস) এর একটি লোগো সম্বলিত একটি টুপি দেখা গেছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে উপস্থিত সকলের মনে।

আসামি কোথায় পেলেন এই বিশেষ টুপি? সে প্রশ্ন সারাবাংলার পক্ষ থেকে করা হয়েছিলো রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি আবদুল্লাহ আবুকে। তিনি নিজেও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কোথায় পেলেন আসামি এই টুপি!

বিজ্ঞাপন

তবে, এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘এটা আসলে আমার জানার কথা নয়। তবে অবশ্যই বিষয়টির তদন্ত হওয়া উচিত। এই প্রেস কনফারেন্স শেষ করেই আমি এ বিষয়ে তদন্ত করতে বলব।’

এর আগে ঢাকার দায়রা জজ আদালত ভবলে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুন্যালে মামলার সাত জন আসামির ফাঁসি ও একজনকে খালাস দেন বিচারক মো. মজিবুর রহমান। পরে আসামিদের যখন এজলাস থেকে বের করে আনা হচ্ছিলো তখন থেকেই ঐদ্ধত্য দেখাচ্ছিলেন। সংবাদকর্মীদের প্রতি অশ্রাব্য কথাও বলছিলেন এবং উগ্রবাদী বক্তৃতা করছিলেন কেউ কেউ।

যে আসামির কপালে টুপিটি পরা ছিলো তার নাম রকিবুল হাসান রিগান। জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষক বলেই তার সম্পৃক্ততা নিশ্চিত করে তাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আদালত চত্ত্বরে আইএসের পতাকা সরবরাহ করায় রাষ্ট্রপক্ষের অন্য আইনজীবীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আব্দুল্লাহ আবু প্রশ্ন করে বলেছেন, এই ঘটনা অভাবনীয়। আসামীরা আইএসের টুপি কোথায় পেল? আদালত চত্ত্বরে কারা তাদেরকে আইএসের পতাকা সরবরাহ করেছে?

বিজ্ঞাপন

টুপি কোথায় পেয়েছে রিগান তা জানেন না পুলিশেরও কেউ। টুপি পড়ার বিষয়টি উর্ধবতনদের জানানো হয়েছে বলে সারাবাংলাকে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের একজন সদস্য।

আইএস টুপি জঙ্গি টপ নিউজ হলি আর্টিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর