Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ ঘণ্টা পরও এফআর টাওয়ারে আগুন জ্বলছে


২৮ মার্চ ২০১৯ ১৮:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০০

ঢাকা: রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুন পাঁচ ঘণ্টাতেও পুরোপুরি নেভেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনটির ১১ তলায় এখনও আগুন জ্বলছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওই টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় বিকেলে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে রেডক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটসের সদস্যরাও সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি সারাবাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মিজানুর রহমান।

এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর এসেছে। এদের অধিকাংশ ভবন থেকে লাফ দেওয়ার সময় গুরুতর আহত হয়েছিলেন। এছাড়া এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

আগুন এফআর টাওয়ার বনানী বনানীর এফ আর টাওয়ারে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর