Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারে আগুন: পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী


২৮ মার্চ ২০১৯ ১৭:৩৪ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০০

হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা

ঢাকা: বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনায় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এছাড়া সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের সদস্যরাও ঘটনাস্থলে আহতদের উদ্ধারে কাজ করছে।

সারাবাংলা/এমএমএইচ/ইএইচটি/একে

এফআর টাওয়ার প্রধানমন্ত্রী বনানী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর