Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভানুয়াতুতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পরিচয় যাচাই চলছে


২৭ মার্চ ২০১৯ ১৯:৫৬

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ভাগ্যের সন্ধানে গিয়ে আটক ১০১ জন বাংলাদেশিকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) সঙ্গে কাজ করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে ওই বাংলাদেশিদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বুধবার (২৭ মার্চ) সারাবাংলাকে এ তথ্য জানান।

অস্ট্রেলিয়ার আইওএম গত বছরের ডিসেম্বরে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আটক বাংলাদেশিদের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্ধারের জন্য আইওএমের সহায়তা চায়। ভানুয়াতুতে আটকরা স্বেচ্ছায় ফিরতে চাইলে এ বিষয়ে সহায়তা করা হবে, এমন শর্তে আইওএম পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দিতে রাজি হয়।

আরও পড়ুন: ভাগ্যের সন্ধানে ভানুয়াতু গিয়ে অনিশ্চয়তায় ১০১ বাংলাদেশি

একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়। পরিচয় যাচাই-বাছাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেনবেরা মিশন এবং আইওএমের সহায়তা নিচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গত মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে জানায়, ১০১ জন বাংলাদেশিকে কাজের প্রলোভন দেখিয়ে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে নিয়ে যাওয়া হলেও কোনো কাজ দেওয়া হয়নি। বরং এখন পাচারের মামলার সাক্ষী হিসেবে তারা বন্দি রয়েছেন। দেশে ফেরার সুযোগ তারা পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।

বিজ্ঞাপন

ভানুয়াতুর স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু সলোমান নাপুয়াট রয়টার্সকে বলেছেন, এই বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর আগে তারা আদালতের আদেশের অপেক্ষা করবেন।

সারাবাংলা/জেআইএল/একে

পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি ভানুয়াতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর