চুড়িহাট্টায় আগুন, ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৮
ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় আগামী ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) ড. মো. শামসুল আরেফিন নোটিশটি পাঠান।
এতে বলা হয়, গত ২০ ফেব্রুয়ারি বুধবার রাতে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্টা শাহী জামে মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মীতা প্রকাশের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
এদিন দেশের সকল সরকারি, আধাসরকারি, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে এবং বিদেশে বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে এতে জানানো হয়।
উল্লেখ গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা আগুনের ওই ঘটনায় ৬৭ জনের প্রাণহানি ঘটে আহত হয় আরো প্রায় অর্ধশত।
সারাবাংলা/এমএম