সাংবাদিকের প্রশ্নে আগুন নেভানো ব্যাহত হয়: প্রধানমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার আগুন নেভানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়েও ফায়ার কর্মীদের কাজ ব্যাহত হয়েছে। এ ধরনের প্রশ্ন করা থেকে সাংবাদিকদের বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমাদের জানতে হবে কখন কি প্রশ্ন করা যায়। যখন অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোয় ব্যস্ত, তখন যদি তাদের প্রশ্ন করা হয়, তাহলে তারা কীভাবে কাজ করবেন?
এছাড়াও আগুন ও তাতে দগ্ধদের ছবি তোলার বিষয়ে সংবাদকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমাদের আরও বেশি সচেতন হতে হবে। যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে একটি সিলিন্ডার বিষ্ফোরণের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানানো হচ্ছে। সেখানে বেশ কিছু অবৈধ কেমিক্যালজাত পণ্যের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাতে গোটা এলাকা ভস্মীভূত হয়। প্রাণহানি ঘটে অন্তত ৬৭ জনের।
সারাবাংলা/এমএম