Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ২০ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শুরু ৩ জানুয়ারি ‎

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২১:০৭

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা জেলায় মোট ২০টি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) শুরু হবে।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ তথ্য জানান।

‎তিনি জানান, ঢাকা জেলায় মোট ২০টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের ১৩টি আসনে বিভাগীয় কমিশনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন এবং বাকি আসনগুলোতে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব আসনে দাখিল হওয়া সব মনোনয়নপত্র আগামী ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় যাচাই-বাছাই করা হবে।

‎এ সময় তিনি বলেন, ‘যাচাই-বাছাইয়ের সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবক ও সমর্থক এবং প্রার্থী চাইলে নিযুক্ত আইনজীবীসহ সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। যাচাই-বাছাই শেষে কোনো মনোনয়নপত্র বৈধ এবং কোনটি বাতিল, সে বিষয়ে প্রকাশ্য ঘোষণা দেওয়া হবে।’

‎মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর স্বশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. ইউনুচ আলী বলেন, ‘আইন অনুযায়ী প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি বা নিযুক্ত আইনজীবী উপস্থিত থাকতে পারেন। তবে যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তি ওঠে, সে ক্ষেত্রে আপত্তি নিষ্পত্তির সুবিধার্থে প্রার্থীর উপস্থিত থাকাই যুক্তিযুক্ত।‘

‎আয়কর রিটার্ন বা টিআইএন সংক্রান্ত ঘাটতি থাকলে তা সংশোধনের সুযোগ আছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহজে সমাধানযোগ্য ত্রুটি থাকলে রিটার্নিং অফিসার আইনের আওতায় যুক্তিসঙ্গত সময় দিতে পারেন। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়।’

‎রিটার্নিং অফিসার জানান, যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। ব্যাংক, আয়কর বিভাগ, পুলিশসহ বিভিন্ন সংস্থার পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহকারী প্রতিষ্ঠান-ডেসকো, নেসকোসহ সংশ্লিষ্ট ইউটিলিটি সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে।’

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই