ঢাকা: মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশের ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রে মোট ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পটি অনুমোদনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি অনুমোদন করানো হয়েছে। এ প্রকল্পকে ভবিষ্যতে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
আলেম সমাজের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমাম ও আলেম-ওলামাদের জন্য পিএইচডি স্কলারশিপ চালু করা হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও করা হচ্ছে।
এছাড়া সারাদেশে ইসলামের খেদমতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলেও জানান তিনি।
ড. খালিদ আরও বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদের বাস্তবায়নে চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র পাঠানো হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানের বিধিমালা সংশোধন করেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থায় খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
জনবল নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, দায়িত্বে থাকা অবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিধিবিধান অনুসরণ করে সকল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।