ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নাপত্র জমা দেওয়া হয়েছে। তবে তার মৃত্যুতে ভোট কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে পুনরায় তফসিল ঘোষণা করতে হয়। এ ক্ষেত্রে সেটা করতে হবে না।’
‘বাছাইয়ের আগেই বিএনপি চেয়ারপারসনের মৃত্যু হওয়ায় মনোনয়নপত্র স্থগিত থাকবে, তবে নির্বাচন বন্ধ হবে না।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কাযক্রম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এবার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নাপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। বগুড়া-৭ আসনে ৫ জন, দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা পড়েছে ১০ জনের, ফেনী-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাইয়ের আগেই সোমবার ভোর ৬ টায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব আসনে একাধিক বিএনপির প্রার্থী যেমন রয়েছে, এখনো বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত হয়নি। বাছাইয়ের সময় সব ঠিক থাকলে মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা; আইন-বিধি অনুযায়ী ত্রুটি পেলে মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরপিও অনুযায়ী নির্বাচনে যাচাই-বাছাই শেষে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ওই আসনের নির্বাচন স্থগিত করে পুনরায় ওই আসনের জন্য তফসিল ঘোষণা করা হয়।