Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি ফেরত হাইকমিশনারকে নিয়ে পররাষ্ট্র-নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৪

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। জরুরি এই বৈঠকে দুই উপদেষ্টা ভারতে হাইকমিশনে বাংলাদেশের নিরাপত্তাসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জানতে চান।

জানা গেছে, সোমবার জরুরি ভিত্তিতে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দফতরে এই বৈঠক হয়। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বেলা ১২টার আগে একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা। উপদেষ্টাদের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। প্রায় আধঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার দফতরে হাইকমিশনারকে নিয়ে বৈঠক করেন দুই উপদেষ্টা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে নিরাপত্তার উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ডেকে আনি। আলোচনা করি।’ পরে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বের হতেই তাকে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়। তবে তিনি এই বৈঠক নিয়ে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, গত কয়েকদিনে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা চরমে পৌঁছার পর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে আনে অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। প্রথমবারের মতো ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা।

সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। এরপর ভিসা কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা চেষ্টার অভিযোগ রয়েছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাই কমিশনারদের পালটাপালটি তলবের ঘটনা ঘটে, যা নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই দেশ দু’বার করে পরস্পরের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ আর উদ্বেগ জানিয়েছে।

বিজ্ঞাপন

শোক বইয়ে ২৮ দেশের কূটনীতিকের সই
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

আরো

সম্পর্কিত খবর