Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্টরা বাধা দিচ্ছে, সবাই চাইলে নির্বাচন সুষ্ঠু সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৩

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা বাধা দেওয়ার চেষ্টা করছে, সবাই চাইলে নির্বাচন সুষ্ঠু সম্ভব। নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দফরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে বিজিবির প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ৩৫ হাজার বিজিবির সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি সব নিতে হবে। আপনারা একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন বলে আশা করি।

বিজ্ঞাপন

বিজিবি সদস্যদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে অত্যান্ত কৌশলী ভূমিকা রাখতে হবে এবং নিজ নিজ স্বার্থ শতভাগ বজায় রাখতে হবে।

সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে কিছু অস্ত্র ঢুকছে। কিন্তু সেগুলো আবার আটকও করা হচ্ছে। সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক দেশে ঢুকবে না। অবৈধ পথে দেশের কোনো পণ্য যেন পাচার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। সবাইকে সদা সতর্ক থাকতে হবে। ডিসিপ্লিনের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সতর্ক ও কৌশলী ভূমিকা রাখতে হবে। নিজ নিজ স্বার্থ শতভাগ বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে কোনো সন্ত্রাসী অপরাধী যেন বর্ডার পার হতে না পারে সে জন্য আরো সতর্ক থাকতে হবে। বিজিবির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। বাংলাদের মানুষের আস্থার প্রতীক হয়ে বিজিবি আরও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর