Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

জিয়া উদ্যানে বিজিবি মোতায়েন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে স্বদেশ প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর অংশ নেন রাজধানীর ৩০০ ফিটে আয়োজিত জনসভায়। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা কে দেখে রাতে বাসায় ফেরেন বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

দুমকীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

আরো

সম্পর্কিত খবর