ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘নিবন্ধনের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রবাসে ও দেশে যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশ নেননি বর্ধিত সময়ে মধ্যে নিবন্ধন করতে পারবেন।’
এর আগে গত ১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এদিকে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ করা হয়েছে ইসি সচিব বলেন, ‘আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে। যাতে নমিনেশন পেপার সাবমিশনের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়গুলো এবং ব্যাংকের কোনো বিষয় থাকলে সেটা যেন সম্ভাব্য প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিক মতো সম্পন্ন করতে পারেন।’
এ সময় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন করার বিষয়ে সবার সহযোগিতায় চান ইসি সচিব।