Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগ পর্যন্ত সব ধরনের নতুন ত্রাণ কার্যক্রমে ইসির নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৩০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: চলমান ত্রাণ কার্যক্রম ছাড়া নির্বাচনি এলাকায় নতুন করে কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন জাতীয় সংসদ ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা এবং আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নতুন করে কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম নেওয়া যাবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। তবে যে সকল অনুদান/ত্রাণ কার্যক্রম আগে থেকেই পরিচালিত হচ্ছে তা চালু থাকবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত নতুনভাবে কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। কোনো এলাকায় অনুদান/ত্রাণ বিতরণ সংক্রান্ত নতুন কার্যক্রম গ্রহণ জরুরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনকে তা অবহিত করতে হবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর