Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:০৮

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় তাদের এ একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

দুপুর ২টার কিছু আগে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে যান সিইসি। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথাগতভাবে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবারও সে ধারাবাহিকতা বজায় থাকলেও তাঁর সঙ্গে অন্য কোনো নির্বাচন কমিশনার ছিলেন না—শুধু সচিব সঙ্গী ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে বর্তমান সীমানা নির্ধারণসংক্রান্ত মামলাগুলো, তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট আবেদনে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত না হওয়ার বিষয়টি এবং প্রয়োজনীয় আইনি নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি নির্বাচনী পরিচালনার সময় বিচারকদের অস্থায়ী ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনের বিষয়েও আলাপ হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চলতি সপ্তাহে তফসিল: সিইসি
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

আরো

সম্পর্কিত খবর