Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইডিইএ প্রকল্পের ৮০ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ২৩:৪২

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: চুক্তির মেয়াদ নবায়ন না হওয়া এবং বিভিন্ন অনিয়ম–দুর্নীতির অভিযোগের কারণে নির্বাচন কমিশন (ইসি) অধীনস্থ আইডিইএ প্রকল্পের ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে প্রকল্প কর্তৃপক্ষ। চাকরিচ্যুতরা সবাই আইডিয়া–২ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস) প্রকল্পে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

চিঠিতে জানানো হয়, প্রকল্পের বর্ধিত মেয়াদে আউটসোর্সিং কর্মীদের পুনঃনিয়োগের আগে তাদের বার্ষিক কর্মদক্ষতা, কার্যসম্পাদন ও শৃঙ্খলাবিষয়ক রেকর্ড পর্যালোচনা করা হয়েছে। এতে ৮০ জনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ পাওয়া যায়। তবে ভুক্তভোগীদের অভিযোগ—এই অভিযোগের বেশিরভাগই তদন্ত ছাড়াই গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন ও প্রকল্পের সুনাম রক্ষায় অভিযোগযুক্ত কর্মকর্তাদের ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত মেয়াদে পুনঃনিয়োগ দেওয়া হচ্ছে না।

চাকরিচ্যুত কর্মীদের ২ ডিসেম্বরের মধ্যে দায়িত্বে থাকা সব মালামাল সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মালামাল হস্তান্তর ও ছাড়পত্র জমা দেওয়ার পরই তাদের বকেয়া বেতন–ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর