Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের অধীনে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ২২:০৯

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি চতুর্দশ সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর রাখার পক্ষে মতামত প্রদান করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে ৯ম দিনের আপিল শুনানিতে এই মন্তব্য করেন। ‎

‎আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। এদিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। অ্যাটর্নি জেনারেল আগের দিনও প্রায় দেড় ঘণ্টা শুনানি করেছেন।

বিজ্ঞাপন

এদিন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা রায় বহাল থাকা উচিত নয়। রায় পরিবর্তন করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডনীয় অপরাধ করেছেন।’

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেছেন।

২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর