Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ ভিসায় একদিনও অবস্থান বিপজ্জনক: সুইডেন দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৪:০৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:২১

ছবি: সংগৃহীত

ঢাকা: সেনজেন ভিসার মেয়াদ শেষ হয়ে একদিনও অতিবাহিত হলে ভিসাধারীরা কঠোর শাস্তির মুখে পড়তে পারেন— এমন সতর্কতা দিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কেউ যদি শেনজেন ভিসার নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন, তবে গুরুতর পরিণতির সম্মুখীন হতে পারেন। এর মধ্যে রয়েছে পুরো সেনজেন অঞ্চলজুড়ে ভবিষ্যৎ ভ্রমণে নিষেধাজ্ঞা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আপনার ইউরোপীয় সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, তবে অবশ্যই ভিসার মেয়াদ ও অনুমোদিত দিনগুলোর ওপর নজর রাখুন।’

সুইডেন দূতাবাসের এ সতর্কতা শেনজেন দেশগুলোতে বাড়তি অবস্থানকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন