Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদে সই অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হতে পারে: প্রেস উইং

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিকূল আবহাওয়ার কারণে ঐতিহাসিক জুলাই সনদে সই অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটার দিকে বৃষ্টিপাত শুরু হলে প্রস্তুতিতে সাময়িক ব্যাঘাত ঘটে।

প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা জুলাই সনদে সই অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সবকিছু ঠিকঠাক আছে। কিছু অতিথি ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। আমরা আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

এদিকে, আকস্মিক বৃষ্টিতে অনুষ্ঠানস্থলের চেয়ারের কভার ভিজে গেলে স্বেচ্ছাসেবক ও কর্মীরা দ্রুত তা প্রতিস্থাপন করেন।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা
১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৯

কনার গানে নোরা ফাতেহির নাচ
১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর