Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি উপেক্ষা করে ৩৬ জুলাইকে গানে গানে স্মরণ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৫:০৯

সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

ঢাকা: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা…. আবার চল চল চল..উর্ধ্বগগণে বাজে মাদল…. দেশাত্মবোধক এমন সব গাণে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পুরো এলাকা। আর গানের সুরে সুরে সবাই স্মরণ করে জুলাই শহিদদের।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানের প্রথম ধাপের সাংস্কৃতিক আয়োজন চলছে মানিক মিয়া এভিনিউতে।

‎দুপুর ১২ টা পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সকাল থেকে বাগড়া দেয় বৃষ্টি। কখনও মেঘলা আকাশ আবার কখনও হঠাৎ বৃষ্টি। তবে এতে দমে যায়নি জনতা। বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করে।

বিজ্ঞাপন

‎বৃষ্টিভেজা এই সমাবেশ যেন হয়ে উঠেছে এক প্রতীকী প্রতিবাদ— যেখানে প্রাকৃতিক বাধাও প্রতিরোধ করতে পারছে না মানুষের ন্যায্য দাবির আকাঙ্ক্ষাকে।

‎বৃষ্টি মাঝে মাঝে থেমে থেমে পড়লেও মানুষের স্রোত কমেনি বরং এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার নিচেই শুরু হয় ‘জুলাই সনদ চাই’ স্লোগান। সাথে যোগ হয়, নতুন স্লোগান “শেকড় আমার জন্মভূমি, আমার বিজয় ঠেকায় কে?”

‎সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো