Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি: উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৯:২৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২২:৩৭

ঢাকা: ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে অনুসন্ধান করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এ কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া চুক্তির দরকষাকষি সংক্রান্ত সকল নথিপত্র আদালতে দাখিল করতে বলেছেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ফেব্রুয়ারি আগামী ২৫ দিন ধার্য রেখেছেন আদালত।

বিজ্ঞাপন

এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি অসম ও অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থি ঘোষণা করা এবং এই চুক্তি বাতিল করার জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী এম আবদুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

পরে আইনজীবী এম আবদুল কাইয়ূম বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে এটার সমালোচনা করা বলা হচ্ছে, এটি একপক্ষীয় ও দেশের স্বার্থবিরোধী চুক্তি। আইনজীবী হিসেবে এ বিষয়ে নোটিশ দিয়েছি, অন্যায্য ও অসম চুক্তি পুনর্বিবেচনা অথবা বাতিল করতে। এতে সাড়া না পেয়ে গত ১২ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করি।

বিজ্ঞাপন

ওই রিটের শুনানি শেষে আদালত রুলসহ তিনটি অন্তবর্তী আদেশ দিয়েছেন। তা হলো-

এক. এই চুক্তিটার সইয়ের পূর্বে আদানি গ্রুপের সঙ্গে দরকষাকষির নথিপত্র একমাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

দুই. আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। যারা এই চুক্তিটির সকল শর্ত আমাদের দেশের স্বার্থ পরিপন্থি কি আছে সেগুলো বিশ্লেষণ করে আদালতে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।

তিন. আরেকটা কমিটি গঠন করে এই চুক্তির যথাযথ প্রক্রিয়া সম্পর্কে অনুসন্ধান করে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছেন- বলে জানান এই আইনজীবী।

সারাবাংলা/কেআইএফে/এসআর

আদানি বিদ্যুৎ কেন্দ্র কমিটি গঠন হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর