Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ 

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৪ ১৮:৫৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:০৩

হাই কোর্ট। ছবি: প্রতীকী ছবি।

ঢাকা: কক্সবাজারের নাফ নদীতে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জেলা প্রসাশনের কাছে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নাফ নদীতে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার আদেশ কেনো আইনগত কর্তৃত্ব বহির্ভুত ও বেআইনি বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ বিষয়ে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার (১১ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম সৈকত।

তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশসহ নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে ২০১৭ সালের ৩১ আগস্ট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মধ্যবর্তী নাফ নদীতে মৎস্য আহরণ দুই মাসের জন্য স্থগিত করে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত সাত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মৎস্য আহরণের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এর ফলে ওই এলাকার ১০ হাজার ৫৮০ জন নিবন্ধিত জেলে পরিবাারে দুর্দিন নেমে এসেছে। দীর্ঘদিনেও নাফ নদীতে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় চলতি বছরের ১৫ আগস্ট নাফ নদীতে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে মৎস্যজীবীদের পক্ষে আবেদন করেন স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ আমান উল্লাহ।

জেলা প্রশাসক বরাবর আবেদনে বলা হয়, আমরা টেকনাফ উপজেলার স্থায়ী বাসিন্দা ও নিবন্ধিত জেলে। নাফ নদীতে মৎস আহরণ করে আমরা জীবন জীবিকা নির্বাহ করি। কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে আমরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ছিলাম। কিন্তু গত ২০১৭ সালের স্বরাষ্ট্র মন্ত্রনালয় একটি প্রজ্ঞাপন দ্বারা দুই মাসের জন্য নাফ নদীতে মৎস শিকার বন্ধ ঘোষণা করে। আমরা সরকারি আদেশকে সম্মান প্রদর্শন করে মৎস শিকার থেকে দুই মাস বিরত থাকি। দুই মাস পার হওয়ার পর জীবন জীবিকার তাগিদে মৎস শিকার করতে গেলে স্থানীয় বিজিবি সদস্যরা আমাদের বাধা প্রদান করে এবং শারীরিক নির্যাতন করে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। তাই আমরা দীর্ঘ সাত বছর আমাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন নাফ নদীতে মৎস শিকার করতে না পারাই মানবেতর জীবন যাপন করে আসছি। তাই বিজিবি সদস্যদের এহেন অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার জন্য মহোদয়ের কাছে করজোরে মিনতি কামনা করছি।

বিজ্ঞাপন

আইনজীবী রবিউল আলম সৈকত বলেন, এরপরও জেলা প্রশাসক এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় এর প্রতিকার চেয়ে গত মাসে হাইকোর্টে রিট দায়ের করেন মোহাম্মদ আমান উল্লাহ।

ওই রিটের শুনানি আদালত আজ কক্সবাজার জেলা প্রশাসক বরাবর করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/এসআর

নাফ নদী নিষেধাজ্ঞা নিষ্পত্তির নির্দেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর