আজাদ প্রোডাক্টস মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১৭ আগস্ট ২০২৩ ১৯:৩০
ঢাকা: হোল্ডিং ট্যাক্স বা পৌর কর না দেওয়ায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রায় ৪৪ লাখ টাকা পৌর কর পরিশোধ না করা ও আদালতে হাজিরা না দেওয়ার কারণে আদালত এই পরোয়ানা দেন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি থেকে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত ৪৩ লক্ষ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ করেননি আবুল কালাম আজাদ। বারবার তাগাদা দেওয়ার পরও তিনি বকেয়া পরিশোধের উদ্যোগ নেননি। এ ছাড়া আদালতে গরহাজির ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (আদালত নং-২) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর ওই সব অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে বুধবার (১৬ অগাস্ট) গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে এই আদেশ দিয়েছেন আদালত।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মামলার চার্জ ও ডিসচার্জ শুনানির দিন ধার্য করেছেন আদালত।
সারাবাংলা/আরএফ/একে