Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ উপলক্ষে রোববার (২৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি স্মারক জারি করেছে। স্মারকে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দেশের সব জেলার সংশ্লিষ্ট বিচারকদের মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

বিজ্ঞাপন

রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে শপথ পাঠ করান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর