Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ৩ হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১

ঢাকা: জুলাই গণ-আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২৮ জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তিনি প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত এক মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজই দিন নির্ধারিত ছিল। এর আগে, গত ২৭ নভেম্বর ট্রাইব্যুনাল এ তারিখ ঠিক করেছিলেন। তবে প্রতিবেদন জমা না পড়ায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়।

এদিকে সকালে এ মামলায় গ্রেফতার ছয়জনকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, গৌরীপুর থানার তৎকালীন এসআই শফিকুল আলম, এএসআই দেলোয়ার হোসাইন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম, জোসেফ উদ্দিন জজ এবং আতাউর রহমান ফকির ওরফে ফারুক আহাম্মদ।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের নিহত হন। এ ঘটনায় বহু ছাত্র-জনতা আহত হন। পরে এ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আট দলে যোগ দিল এলডিপি ও এনসিপি
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর