Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:২১

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তার পদত্যাগপত্রটি পাঠানো হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর দুদিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন।

এর পরদিন ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বে থাকাকালীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন লাভ করেন। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ান।

বিজ্ঞাপন

এদিকে শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে মো. আসাদুজ্জামানের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহে ফের রেলপথ অবরোধ
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর