Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি চাকরি থেকে অবসরের ৩ বছর না পেরোলে নির্বাচন নয়

স্টাফ করেসপন্ডেট
২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৪১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: অবসরের পর তিন বছর অতিবাহিত না হলে সরকারি কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না— গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধানের ওপর কোনো হস্তক্ষেপ করেননি হাইকোর্ট। এ বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব। তিনি বলেন, ‘শুনানিতে আদালতকে জানানো হয়েছে যে রিট আবেদনটি প্রি-ম্যাচিউরড বা অপরিপক্ব। কারণ, রিটকারী বর্তমানে কোনো নির্বাচনী প্রার্থী নন। পাশাপাশি তিনি চুক্তিভিত্তিক চাকরি করতেন।’

বিজ্ঞাপন

অ্যাডভোকেট নাজমুস সাকিব আরও জানান, আরপিওর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রেও অবসরের পর তিন বছর পার না হলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এসব বিবেচনায় নিয়ে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

উল্লেখ্য, আরপিওর ১২(১)(সি)(এফ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম। তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান— এই মর্মে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেছিলেন।

বিজ্ঞাপন

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর