Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

ঢাকা: আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ‍্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২৪ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে, ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মো. আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর