Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে তাইম হত্যা
হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা: চব্বিশের জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অন্য আসামিরা হলেন-ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান ও মো. শাহদাত আলী। অভিযুক্ত অন্যরাও পুলিশ বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ইমাম হাসান তাইম। ঘটনার দিন তিনি এক বন্ধুর সঙ্গে চা পান করতে বাসা থেকে বের হয়েছিলেন। পরে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহত তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া রাজারবাগ পুলিশ লাইনসে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ছেলের খোঁজ করতে গিয়ে একপর্যায়ে মরদেহ শনাক্ত করেন তিনি। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে। স্যার, আমার ছেলে আর নেই।”

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে, স্যার?”

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসিআই মটরস
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর