Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ ক্ষয়ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে প্রায় ২৪ কোটি টাকা অপব্যয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, কমিশন কখনো কারও পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান পরিচালনা করে না; অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।

সূত্র জানায়, নিকুঞ্জ-১ এর লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িটি রয়েছে আবদুল হামিদের। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে গত বছরের এপ্রিলে তিনি পরিবারসহ ওই বাড়িতে ওঠেন।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়েছে, বাড়িটির দুপাশের রাস্তা হাঁটার অনুপযোগী করে নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ নির্মাণ, খালের পাশে আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজের মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হয়েছে।

দুদক এরইমধ্যে সংশ্লিষ্ট অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে নিশ্চিত করেছে কমিশন-সংশ্লিষ্ট একাধিক সূত্র।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর