Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক দুই এমপির স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১০:১৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪

ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় সাবেক দুই সংসদ সদস্যের স্ত্রী ও কন্যার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ঐশী খান এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এ মামলা দায়ের করেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের তদন্তে দেখা গেছে, ঐশী খান নির্ধারিত সময়সীমায় সম্পদ বিবরণী জমা না দেওয়ার পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ পাওয়া গেছে। সঙ্গে তার ব্যয় ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা। মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা। বৈধ আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। অর্থাৎ, তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯০২ টাকার অঘোষিত সম্পদের তথ্য মিলেছে।

দুদক জানিয়েছে, ঐশী খানের নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য তাকে আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও, সময়সীমা বাড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা জমা দেননি। এটি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

ফারজানা চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুদক। তিনি নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দেননি এবং তার নামে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

সারাবাংলা/টিএম/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর