Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৩:১১ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৪৩

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

ঢাকা: প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

এর আগে, রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনগণ। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কেএম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে নুরুল হুদাসহ সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এতে আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল। পরে আবেদনটি মামলা হিসেবে রুজু করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি