Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপ২৯ সম্মেলন
কপ২৯ অর্থায়ন চুক্তিতে অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৬

কপ২৯ সম্মেলন

জলবায়ু সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ১ ট্রিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্য নির্ধারণ না করে খসড়া চুক্তিতে শুধু একটি ‘X’ চলক রেখে দেওয়ায় কপ২৯ জলবায়ু আলোচনা নতুন সংকটে পড়েছে। ধনী ও দরিদ্র দেশগুলো এ খসড়া প্রত্যাখ্যান করেছে।

আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশিত খসড়া চুক্তি সমালোচনার মুখে পড়েছে। এতে উল্লেখযোগ্য কোনো সমঝোতার ভিত্তি নেই বলে অভিযোগ করেছে বিভিন্ন পক্ষ।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, কপ২৯-এ অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণের খসড়া চুক্তিতে পরিসংখ্যানের জায়গায় শুধু একটি ‘X’ চলক রাখা হয়েছে।

কমন ইনিশিয়েটিভ থিঙ্কট্যাঙ্কের পরিচালক অস্কার সোরিয়া বলেন, ‘এই X ধনী দেশগুলোর অদক্ষতার প্রতীক এবং এটি দুর্বল ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিপজ্জনক সংকেত।’

প্রায় ২০০ দেশের সরকার কপ২৯-এ উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের একটি নতুন বৈশ্বিক চুক্তি নিয়ে আলোচনা করছে। এ অর্থায়ন তাদের কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে সহায়তা এবং চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।

উন্নয়নশীল দেশগুলো এই অর্থায়ন হিসেবে বছরে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলার দাবি করছে, যার বড় অংশ অনুদানের মাধ্যমে আসা উচিত। তবে ধনী দেশগুলো সরাসরি ২০০ থেকে ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং বাকিটা বেসরকারি বিনিয়োগ ও অন্যান্য উৎস থেকে জোগাড়ের কথা বলছে।

এদিকে, খসড়া চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার। গত বছরের কপ২৮ সম্মেলনে এটি গৃহীত হলেও এইবার কপে সৌদি আরব ও তার মিত্ররা এটি পুনর্বিবেচনা করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ইইউ জলবায়ু কমিশনার ভপকে হোকস্ট্রা বলেন, ‘এই খসড়া বর্তমান পরিস্থিতিতে একেবারেই গ্রহণযোগ্য নয়।’

অনেকেই আজারবাইজানের সভাপতিত্বকে দোষারোপ করছে, যারা দৃঢ় নেতৃত্ব প্রদর্শনে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। সিভিল সোসাইটি এবং বিশেষজ্ঞরা ধনী দেশগুলোর ওপর দায় চাপিয়ে বলছে, তারা প্রতিশ্রুতি বাস্তবায়নে অনাগ্রহী।

সারাবাংলা/এনজে/আরএস

অর্থায়ন কপ২৯ চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর