হংকংয়ে নির্বাচন করতে পারছেন না জশুয়া ওং
২৯ অক্টোবর ২০১৯ ১২:৫৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৩:৪৭
হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনের ২২ বছর বয়সী নেতা জশুয়া ওংকে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই নির্দেশনা জারি করা হয়। হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র এই জশুয়া ওং। হংকংয়ের তরুণদের নিয়ে গঠিত তার রাজনৈতিক দলের নাম ডেমোসিস্টো। নভেম্বরে হংকংয়ের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। খবর এএফপির।
এর আগে, ২০১৪ সালের হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনের পর দীর্ঘদিন তিনি কারাবন্দি ছিলেন। কারামুক্ত হওয়ার পর তিনি সরকারবিরোধী চলমান আন্দোলনে যোগ দেন এবং আন্দোলনকারীদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, জশুয়া ওং তার ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, রাজনৈতিকভাবে বেছে বেছে বিরোধীদের দমন করতে গিয়ে সরকার তার রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন।
অপরদিকে, তার ওই অভিযোগের প্রেক্ষিতে সরকারি একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, জশুয়া ওং তার নির্বাচনী হলফনামায় আত্মদৃঢ়তার কথা লিখেছেন। তা হংকংয়ের মৌলিক আইনের সাথে সাংঘর্ষিক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তো অবশ্যই নির্বাচনী আইনের সাথে সাংঘর্ষিক কোন তথ্য দেওয়া যাবে না।
প্রসঙ্গত, হংকং পাঁচ মাস ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। বেইজিং এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং স্থানীয় নেতারা এই আন্দোলনের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে তারা।