ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
২০ এপ্রিল ২০১৯ ১৮:৪৫ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ২০:০৬
ঢাকা: ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের ৩০ বছর বয়সী সাবেক এক কর্মী এই অভিযোগ তুলেছেন। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্যানেল শনিবার (২০ এপ্রিল) অভিযোগ শনাক্তে জরুরি সভাও করেছে।
ওই সভায় প্রধান বিচারপতি বলেছেন, ‘এ অভিযোগ অবিশ্বাস্য। এ অভিযোগ অস্বীকার করতেও যতটা নিচে নামতে হয় আমি তার জন্য প্রস্তুত নই।’
গত শুক্রবার (১৯ এপ্রিল) প্রধান বিচারপতির বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ওই নারী সহকর্মী। সুপ্রিম কোর্টের ২২ জন বিচারককে চিঠি লিখে সর্বোচ্চ আদালতের জুনিয়র সহকারী জানান, ২০১৮ সালের ১০ এবং ১১ অক্টোবর তাকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেছিলেন রঞ্জন গগৈ।
ওই নারী লিখেছেন, ‘আমি নিজেকে ছাড়াতে চেষ্টা করলেও উনি আমাকে জোর করে ধরে রেখেছিলেন।’
এ অভিযোগের পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মনে করছেন রঞ্জন গগৈ। তিনি মনে করেন, বিচারব্যবস্থার সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী এই অপবাদ দিয়েছে।
সারাবাংলা/একে