Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে মস্কো। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তবে অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি রাশিয়া। তাই কিয়েভ এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতেই এমন দাবি তোলা হচ্ছে।

পাল্টাপাল্টি এসব অভিযোগ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। রাশিয়া জানিয়েছে, এই হামলার প্রতিক্রিয়ায় তারা শান্তি আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে।

বিজ্ঞাপন

লাভরভ বলেন, রাশিয়ার নভগোরোদ অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্বিবেচনা করা হবে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই হামলার জবাবে রুশ বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

লাভরভ আরও বলেন, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলাকালীনই এই হামলা চালানো হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। নভগোরোদে ওই হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি। তবে সে সময় পুতিন নভগোরোদে ছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি লাভরভ।

অন্যদিকে, রয়টার্সের খবরে বলা গয়েছে, ইউক্রেন এই হামলার পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ তুলে বলেন, রাশিয়া আসলে কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা চালানোর অজুহাত তৈরি করছে। তার মতে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি নস্যাৎ করতেই রাশিয়া এমন দাবি তুলছে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় জেলেনস্কি বলেন, ‘এটি রাশিয়ান ফেডারেশনের আরেকটি মিথ্যা প্রচারণা। গতকাল আমরা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছি এবং এটি স্পষ্ট যে আমাদের ও যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বা কোনো অগ্রগতি রাশিয়ার কাছে ব্যর্থতারই সমান। কারণ তারা এই যুদ্ধ শেষ করতে চায় না।’ তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, রাজধানী কিয়েভ বা সরকারি ভবনগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবেই রাশিয়া এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, হামলার এই খবর একটি সাজানো নাটক। ইউক্রেনে আরও হামলা চালানোর অজুহাত তৈরি করতে এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত করতেই রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছে। তিনি এ ধরনের মিথ্যা অভিযোগের জন্য বিশ্বনেতাদের রাশিয়ার প্রতি নিন্দা জানানোর আহ্বান জানান।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধের একটি চুক্তির বিষয়ে তারা ‘অনেক কাছাকাছি, এমনকি খুব কাছাকাছি’ পৌঁছেছেন। তবে সীমান্তসংক্রান্ত কিছু জটিল বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর