Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাসভবনে হামলার খবর পুতিনই আমাকে জানিয়েছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৩২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৪

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাসভবনে হামলার খবর পুতিন নিজেই ফোনালাপে তাকে জানিয়েছেন বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন, তার ওপর হামলা হয়েছে।

সিএনএন এর খবরে বলা হয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

লাভরভ বলেন, রাশিয়ার নভগোরোদ অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্বিবেচনা করা হবে। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই হামলার জবাবে রুশ বাহিনী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

লাভরভ আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। নভগোরোদে ওই হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯১টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি। তবে সে সময় পুতিন নভগোরোদে ছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি লাভরভ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে সোমবার সাংবাদিকদের এ হামলার খবর দেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির প্রতিনিধি দলের সঙ্গে নিজের অবকাশযাপনকেন্দ্রে বৈঠক করেন ট্রাম্প।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা জানেন, কে আমাকে এই (হামলার) খবর দিয়েছেন? প্রেসিডেন্ট পুতিন। আজ সকালে তিনি আমাকে বলেছেন, তার ওপর হামলা হয়েছে। এটা ভালো নয়। এটি হামলা চালানোর জন্য সঠিক সময় নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ড্রোন হামলায় তার দেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি একে রাশিয়ার ‘মনগড়া’ বক্তব্য বলে দাবি করেছেন। জেলেনস্কি বলেন, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের একদিন পর রাশিয়া এমন দাবি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘রাশিয়া আবারও একই কাজ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আমাদের যৌথ কূটনৈতিক প্রচেষ্টার সব অর্জনকে নিচু করে দেখাতে বিপজ্জনক বক্তব্য দিচ্ছে। আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, যাতে আরও দ্রুত শান্তি ফেরানো যায়।’

ইউক্রেন হামলার কথা অস্বীকার করলেও কিয়েভের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এটা খুবই সংবেদনশীল একটা সময়। এটা সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হলে তার জবাবে আক্রমণাত্মক হওয়া এক কথা, আর তার বাড়িতে হামলা করা আরেক কথা। এসবের কোনোটাই করার এখন সঠিক সময় নয়।’

বিজ্ঞাপন

গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:২৪

আরো

সম্পর্কিত খবর