বেগম রোকেয়া স্মরণে গুগলের ডুডল
৯ ডিসেম্বর ২০১৭ ১০:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৩২
সারাবংলা ডেস্ক
আটপৌরে ধবধবে সাদা শাড়ি পরা এক নারী। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। হেঁটে চলেছেন দৃঢ় পায়ে। যেন কোন বাধাই তার কাছে বাধা নয়। ডান হাতে বুকে চেপে ধরে আছেন জ্ঞানের প্রতীক বই। পিছনের একটি সোফা। তার উপর খোলা আরেকটি বই। হেঁটে চলেছেন তার সময়ের কোন এক অভিজাত বাড়ির বারান্দা দিয়ে।
দীপ্ত পায়ে হেঁটে চলা এই নারী আর কেউ নন ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আর এভাবে তাঁকে চিত্রায়িত করেছে সার্চ ইঞ্জিন গুগল।
বেগম রোকেয়ার ১৩৭ তম জন্মদিনে সম্মান জানাতে এমন ডুডল প্রকাশ করেছে গুগল।
বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বা স্মরণে গুগল তাদের হোমপেজে বিশেষ লোগো দেখায়। এটা ডুডল হিসেবে পরিচিত। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চবার।
এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের ও জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন, পহেলা বৈশাখ উদযাপনেও বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল প্রকাশ করেছে গুগল।
সারাবাংলা/এসআর