বিলাসবহুল রাইড শেয়ারিং সেবা ‘হট রাইডে’র যাত্রা শুরু
২৬ আগস্ট ২০১৯ ১৬:২৮ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৯:৪৬
দেশের প্রথম বিলাসবহুল রাইড শেয়ারিং সার্ভিস হিসেবে যাত্রা শুরু করেছে ‘হট রাইড’। সৌখিন মানুষদের জন্য বিলাসবহুল গাড়ি সরবরাহ করাই হট রাইডের প্রধান লক্ষ্য।
হট রাইডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় বিলাসবহুল গাড়ির একটি র্যালির মাধ্যমে যাত্রা শুরু হয় হট রাইডের। জেসিআই আপটাউনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয় ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশে চলমান ডেঙ্গুর মহামারির বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল উদ্বোধনী র্যালির মূল প্রতিপাদ্য।
হট রাইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার হোসেন সায়েম বলেন, পর্যটন, গবেষণা, কূটনৈতিকসহ নানা কাজে আমাদের দেশে প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ বিদেশি নাগরিক আসেন। এত অতিথির জন্য জন্য রেন্ট-এ-কারের বাজারে নিরাপদ ও বিলাসবহুল গাড়ির পরিমাণ পর্যাপ্ত নয়। বিদেশি নাগরিকসহ দেশের করপোরেট জগতেও বিলাসবহুল গাড়ির চাহিদা রয়েছে। সে চাহিদা পূরণ করবে হট রাইড।
প্রযুক্তি প্রতিষ্ঠান টুয়েন্টি-টু ডিজিটালসের একটি শাখা হট রাইড। একটি বিলাসবহুল গাড়ি থাকলেই হট রাইডের সদস্য হওয়া যাবে। www.hotryde.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।