Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ ফোন বন্ধে অনড় সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১২

বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম।

ঢাকা: মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম জানিয়েছেন, অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আসলাম বলেন, ‘বিটিআরসির সঙ্গে বৈঠক কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে। সরকার অবৈধ ফোন বন্ধ ও এনইআইআর চালুর বিষয়ে অনড় অবস্থান বজায় রেখেছে।’

তিনি আরও জানান, আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক পর্যন্ত অপেক্ষা করা হবে, এরপর পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, আজ বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মোবাইল বিজনেস কমিউনিটির ১০ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের মূল দাবিগুলো ছিল এনইআইআর সিস্টেম সংস্কার এবং হ্যান্ডসেট নিবন্ধন এক বছর স্থগিত করার ব্যবস্থা নেওয়া।

অন্যদিকে, মোবাইল ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হোক এবং বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক ৫৮ শতাংশ কমানো হোক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর