Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শতাধিক রোগী


১০ জুলাই ২০১৯ ২১:০৮

ঢাকা: গত ১০ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩০ জন।

হাসপাতালের তথ্যানুযায়ী জানা যায়, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫৪ জন রোগী ভর্তি হন। এর মধ্যে একজন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী রোগীর সংখ্যা আমরা হিসাব করে রাখছি।’

নাসির উদ্দিন জানান, ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

বয়স্কদের পাশাপাশি শিশুরা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের (বহির্বিভাগ) আবাসিক চিকিৎসক ডা. রাজেশ মজুমদার বলেন, ‘প্রতিদিন জ্বর নিয়ে শিশুরা আসছে। এর মধ্যে যেগুলো ডেঙ্গু সাসপেক্টেড এবং রক্তের প্লাটিলেট কম তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে। যে শিশুরা একটু ভালো তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএসআর/একে

ডেঙ্গু জ্বর ডেঙ্গু রোগী ঢাকা মেডিকেল ঢামেক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর