Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয়ভাবে উৎপাদিত জুস ও ড্রিংকস রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২২:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০২:৫০

বাংলাদেশ ব্যাংক। ছবি: সারাবাংলা

ঢাকা : স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে তৈরি করা জুস ও ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা দেবে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, এসব পণ্য রফতানির বিপরীতে ১০ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন রফতানিকারকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা সম্পর্কে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা।

নির্দেশনায় কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে ফল ও সবজি থেকে উৎপাদিত সব ধরনের পেস্ট, ফ্রুটবার, টিনজাত সামগ্রী, ডিহাইড্রেটেড সামগ্রী, জুস, ড্রিংকস রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা রয়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী বা ভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য হবে।

কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। চলতি বছরের ১ জুলাই থেকে কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা পেয়ে আসছেন রফতানিকারকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

১০ শতাংশ প্রণোদনা কেন্দ্রীয় ব্যাংক জুস ও ড্রিংকস রফতানি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর