বেঙ্গল মিট এখন মোহাম্মাদপুরে
৮ ডিসেম্বর ২০১৯ ১২:৫৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৭
ঢাকা: মাংসের ওয়ান স্টপ সমাধান নিয়ে বেঙ্গল মিট এখন রাজধানীর মোহাম্মাদপুরে। ২৫/৮ তাজমহল রোড, মোহাম্মাদপুরে বেঙ্গল মিটের একটি নতুন গুর্মে বুচার শপ শুক্রবার (৬ ডিসেম্বর) যাত্রা শুরু করেছে।
এই শপটির উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন (নান্নু), সানোয়ার হোসেন (সরোয়ার) – আইসিসি প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান সহ বেঙ্গল মিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই শপে গরু, মুরগি, খাসির মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে শপে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড়, ফ্রি কুক মাই ফুড, ফ্রি ফুড টেস্টিংসহ বিশেষ অফার।